বুলিয়ান দ্বৈত নীতি কি
‘অ্যান্ড’ এবং ‘অর’ অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণ দ্বৈত নীতি মেনে চলে। যদি একটি বৈধ সমীকরণ থাকে তাহলে ঐ বৈধ সমীকরণে নিম্নোক্ত দুইটি পরিবর্তন করে দ্বিতীয় আরেকটি বৈধ সমীকরণ পাওয়া যাবে।
১। অ্যান্ড (.) এবং অর (+) অপারেটরকে পরস্পর বিনিময় করে। অর্থাৎ অ্যান্ড এর পরিবর্তে অর এবং অর এর পরিবর্তে অ্যান্ড ব্যবহার করা হয়।
২। 0 এবং 1 পরস্পর বিনিময় করে। অর্থাৎ 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 ব্যবহার করে।
উদাহরণ:
1+1=1, এই সমীকরণে দ্বৈত নীতি ব্যবহার করে পাই,
0.0=0 কাজেই এই সমীকরণও বৈধ।
অনুরূপ, AB+A B = A এই সমীকরণে দ্বৈত নীতি ব্যবহার করে পাই,
(A+B)(A+B0 = A এই সমীকরণও বৈধ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions