সত্যক সারণি কি
লজিক ফাংশনে এক বা একাধিক লজিক্যাল চলক থাকে। এই চলকগুলোর বিভিন্ন মানের (0,1) জন্য ফাংশনটির একটি নির্দিষ্ট মান (0 বা 1) থাকে। চলকগুলোর বিভিন্ন মানকে ইনপুট এবং ফাংশনটির মানকে আউটপুট বলে। ফাংশনটির ইনপুট এবং আউটপুটকে একটি সারনিতে প্রকাশ করা যায়। এই সারণিকে সত্যক সারণি বলা হয়।
ধরা যাক, Y= f (A,B) একটি লজিক ফাংশন। এই লজিক ফাংশনে A, B চলকগুলোর প্রত্যেকটির মান 0 অথবা 1 হতে পারে। A, B চলকগুলোর একসেট মানের জন্য ফাংশনটির একটি নির্দিষ্ট মান (0 বা 1) আছে। ইনপুট A, B চলকগুলোর মান এবং আউটপুট Y এর মান সত্যক সারণীর মাধ্যমে প্রকাশ করা যায়।
A
0
0
1
1
B
0
1
0
1
Y = f(A, B)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions