কিউবেসিক উদ্ভাবন করেছেন কে
১৯৬৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের দুইজন অধ্যাপক জন জি কেমেনি এবং টমাস কার্টস সর্বপ্রথম বেসিক ভাষার প্রবর্তন করেন।
কিউবেসিক হলো বেসিকের একটি উপভাষা। যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কোম্পানি কর্তৃক কিউবেসিক ভাষা উদ্ভাবিত। কিউবেসিক (QBASIC) শব্দটি এসেসে কুইক বেসিক (QUICK BASIC) শব্দ থেকে। এ ভাষার প্রোগ্রামে লাইন নম্বর দিতে হয় না। কিউবেসিক মেনু ব্যবহার করে কাজ করা যায়। মেনুতে প্রোগ্রাম সম্পাদন, ভুল নির্ণয় ও শুদ্ধিকরণ, একসাথে একাধিক ফাইল ও উইন্ডো ব্যবহার ইত্যাদির সুযোগ রয়েছে। জিডব্লিউ বেসিক (GWBASIC) এর সাথে কিউবেসিক ভাষার বেশি মিল রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions