কিউ আর কোড কি
QR Code (কিউ আর কোড) এর পূর্ণরূপ হলো Quick Response Code (কুইক রেসপনস কোড)।
কিউ আর কোড হলো একটি দ্বিমাত্রিক বারকোড, যেটি বিভিন্ন ধরনের বৈচিত্র্যসম্পন্ন তথ্যকে সংরক্ষণ করতে পারে। এগুলোর মধ্যে রয়েছে- টেক্সট, ওয়েব সাইটের ইউআরএল, টেলিফোন নাম্বার, এসএমএস মেসেজ, ই-মেইল অ্যাড্রেস, ই-মেইল মেসেজ, যোগাযোগের বিস্তারিত তথ্য, কোনো ইভেন্ট সম্পর্কিত তথ্য, গুগল ম্যাপ লোকেশন, সোশ্যাল মিডিয়া প্রোফাইল (ফেসবুক, টুইটার ইত্যাদি), আইটিউন লিংক, ইউটিউব লিংক প্রভৃতি।
কিউ আর কোডগুলোকে বারকোড রিডার এবং স্মার্টফোনের ক্যামেরার সাহায্যে পড়া যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions