সঞ্চয়ী হিসাব কি
জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার জন্য সামান্য পরিমাণ টাকা দিয়ে যে হিসাব খোলা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে।
সঞ্চয়ী হিসাব (Savings account) ঃ নগদ অর্থ হাতে না রেখে ব্যাংকে সঞ্চয়ের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যে হিসাব খোলা হয়, তাকে সঞ্চয়ী হিসাব বলা হয়। সমাজের চাকুরীজীবী ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত এবং নিমণবিত্ত লোকদের সঞ্চয়ের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই হিসাব খোলার ব্যবস্থা করা হয়। বাণিজ্যিক ব্যাংকগুলোতে গ্রামাঞ্চলে ১০ টাকা এবং শহরাঞ্চলে ১০০ টাকা জমা দিয়ে এবং নির্ধারিত ফরম পূরণ করে এই হিসাব খোলা যায়। এই হিসাবে দিনে যতোবার খুশি টাকা জমা দেয়া যায়। তবে সাধারণত সপ্তাহে দুইবার এই হিসাব থেকে টাকা উত্তোলন করা যায় এবং এর বেশি বারের জন্য ব্যাংক ম্যানেজারের অনুমতি নিতে হয়। অপর দিকে ব্যাংকের ম্যানেজারের পূর্বানুমতি ছাড়া আমানতকারী তার হিসাব থেকে একবারে নির্দিষ্ট পরিমাণের অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে না।
সঞ্চয়ী হিসাবের শ্রেণী বিন্যাস (Types of savings account)
সাধারণ সঞ্চয়ী হিসাবের পাশাপাশি কিছু বিশেষ সঞ্চয়ী হিসাবও প্রচলিত রয়েছে। সঞ্চয়ী হিসাবের কার্য প্রকৃতি ও সেবার ধরনের আলোকে আমরা একে নিমেণাক্তরূপে বিন্যস্ত করতে পারি। যথাক)গৃহ-সঞ্চয়ী হিসাব (Home savings account)
খ) স্কুল সঞ্চয়ী হিসাব (School savings account)
গ) শ্রমিক সঞ্চয়ী হিসাব (Workers savings account)
ঘ) মহিলা সঞ্চয়ী হিসাব (Women's savings account)
ঙ) পেনশন সঞ্চয়ী হিসাব (Pension savings account)
চ) ক্রম-সঞ্চয়ী আমানত হিসাব (Cumulative savings deposit account)
নিচে এগুলো আলোচনা করা হলোঃ
ক) গৃহ-সঞ্চয়ী হিসাব (Home Savings Account) ঃ যে হিসাবের মাধ্যমে পরিবারের প্রতিটি সদস্য ঘরে বসে টাকাপয়সা সঞ্চয়ের সুযোগ পায়, তাকে গৃহসঞ্চয়ী হিসাব বলে। এই ব্যবস্থায় ব্যাংক মক্কেলদের প্রতীকী ব্যাংক যেমন- ছিদ্রযুক্ত তালাবদ্ধ ও সীল করা বাক্স বা কৌটা সরবরাহ করে এবং আমানতকারী এবং তার পরিবারের সদস্যগণ ইচেছমতো এগুলোতে টাকা-পয়সা ঢুকিয়ে রাখে। নির্দিষ্ট সময় পর-পর ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মচারি মক্কেলের গৃহে গিয়ে বাক্স খুলে টাকা নিয়ে আসে এবং তার (মক্কেলের) নির্দিষ্ট হিসাবে জমা করে। আমাদের দেশে এরূপ ব্যবস্থা নেই। সাধারণত নিম্ন আয়ের লোকজন যেমন রিকশাচালক, শ্রমিক, গৃহিনী ইত্যাদি শ্রেণীর লোকের জন্য এটি বিশেষ উপযোগী হিসাব।
খ) স্কুল সঞ্চয়ী হিসাব (School Savings Account) ঃ স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের সঞ্চয়ে উৎসাহী ও এর অভ্যাস সৃষ্টি করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়, তাকে স্কুল সঞ্চয়ী হিসাব বলে। এই ক্ষেত্রে স্কুল কলেজে ব্যাংকের শাখা খোলা হয় এবং তাতে ছাত্র-ছাত্রীরা তাদের সঞ্চিত অর্থ জমা দেয়। ব্যাংক থেকে ছাত্র-ছাত্রীদের চেক বই দেয়া হয় এবং তা দিয়ে তারা টাকা উত্তোলন করতে পারে। সাধারণত টিফিন ব্যয় এবং অন্যান্য ব্যয় হ্রাস করে ছাত্র-ছাত্রীরা তাদের অর্থ এই হিসাবে জমা করে।
গ) শ্রমিক সঞ্চয়ী হিসাব (Worker's Savings Account) ঃ শ্রমিক সমাজকে সঞ্চয়ে উৎসাহিত করার জন্য এরূপ হিসাব খোলার ব্যবস্থা করা হয়। সাধারণত শিল্পাঞ্চলে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলো শ্রমিকদের জন্য এই হিসাব খুলে থাকে। শ্রমিকরা তাদের স্বল্প স্বল্প সঞ্চয় এই হিসাবে জমা করে।
ঘ) মহিলা সঞ্চয়ী হিসাব (Woman's Savings Account) ঃ এই পন্থায় ব্যাংক মহিলাদের সঞ্চয়ে উৎসাহ-অনুপ্রেরণা সৃষ্টির জন্য শুধুমাত্র মহিলাদের দ্বারা ব্যাংকের পৃথক শাখা বা বিভাগ পরিচালনা করে থাকে। ফলে পর্দানসীনসহ সকল শ্রেণীর মহিলা এখানে হিসাব পরিচালনায় স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের দেশের কতিপয় বাণিজ্যিক ব্যাংক মহিলাদের সেবাদানের জন্য মহিলা শাখা খুলেছে।
ঙ) পেনশন সঞ্চয়ী হিসাব (Pension Savings Account) ঃ যে হিসাবে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়মিত জমা দিয়ে নির্দিষ্ট সময় পর এককালীন বা কিস্তিভিত্তিক অর্থ প্রদানের সুযোগ দেয়া হয়, তাকে পেশন সঞ্চয়ী হিসাব বলে। এইরূপ হিসাবকে ডিপোজিট পেনশন স্কীমও বলা হয়। গ্রাহক তার সুবিধা মতো ৫, ১০ বা ২০ বৎসরের জন্য এরূপ সঞ্চয়ী হিসাব খুলে থাকে।
চ) ক্রম-সঞ্চয়ী আমানত হিসাব (Cumulative Savings Deposit Account) ঃ পারিবারিক বা ব্যক্তিগত কোন বিশেষ ব্যয় নির্বাহ করার উদ্দেশ্য নিয়ে এইরূপ হিসাব খোলা হয়। এই হিসাবে প্রতিমাসে ক্রমানবয়ে টাকা জমা দেয়া হয় এবং নির্দিষ্ট বৎসর শেষে তা উত্তোলন করে প্রয়োজন পূরণ করা হয়। যেমন- ছেলেমেয়ের পড়াশুনা ও বিয়েশাদী, বাড়ী তৈরি, গাড়ি ক্রয়, হজ্বব্রত পালন ইত্যাদি কার্যাদি সম্পাদনের জন্য ক্রম-সঞ্চয়ী আমানত হিসাব খোলা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions