চলতি হিসাব কী
যে হিসাবে দৈনিক ব্যাংক চলাকালে বার বার টাকা জমা দেয়া ও উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলা হয়।
চলতি হিসাব (Current Account) ঃ যে হিসাবে যতোবার খুশি টাকা জমা দেয়া এবং উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। ন্যূনতম টাকা জমা দিয়ে এ হিসাব খোলা যায়। সাধারণত ব্যবসায়ী, শিল্পপতি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ব্যবসায়, অব্যবসায় প্রতিষ্ঠান এই হিসাব খুলে থাকে। ‘‘চলতি হিসাব হলো এমন একটি হিসাব যেখানে ব্যাংক খুব কম সুদ প্রদান করে বা কোন সুদ প্রদান করে না এবং যেখান থেকে গ্রাহক যখন প্রয়োজন মনে করে তখনই টাকা উত্তোলন করতে পারে।’’
হিসাবের প্রকৃতি অনুযায়ী চলতি হিসাবকে ২টি ভাগে ভাগ করা যায়। যথাঃ
ক) সাধারণ চলতি হিসাবঃ চলতি হিসাব বলতে মূলতঃ সাধারণ চলতি হিসাবকেই বুঝানো হয়। এই হিসাবে গ্রাহক যতোবার খুশি টাকা জমা দিতে এবং উত্তোলন করতে পারে। এ হিসাবের মক্কেল কোন সুদ পায় না।
খ) বিশেষ চলতি হিসাবঃ যে চলতি হিসাবের মাধ্যমে আমানতকারী ব্যাংককে প্রতিশ্রুতি প্রদান করে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব থেকে টাকা উত্তোলন করবে না, তাকে বিশেষ চলতি হিসাব বলে। এই হিসাব থেকে টাকা উঠানোর জন্য ৭ থেকে ২১ দিনের নোটিশ দিতে হয়। এইরূপ হিসাবকে Short term Deposit or Special Time Deposit (STD) হিসাবও বলা হয়। এ হিসাবে সুদ পাওয়া যায়। চলতি হিসাবের মূল সুবিধা হলো আমানতকারী কার্যদিবসে যতোবার খুশি এই হিসাবে টাকা জমা দিতে এবং এ থেকে উত্তোলন করতে পারে। প্রধান সমস্যা হলো, সব সময় একটি ন্যূনতম টাকা ব্যাংক হিসাবে জমা রাখতে হয় এবং এর কম হলে ব্যাংককে চার্জ দিতে হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions