তথ্য সাক্ষরতা কি
সাক্ষরতা ধারণাটি এখন কেবল ভাষাগত ও গাণিতিক সাক্ষরতার মধ্যেই সীমাবদ্ধ নয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষকে টিকে থাকতে ও এগিয়ে যেতে বিভিন্ন সক্ষমতা অর্জন করতে হয়। তথ্য সাক্ষরতা এরকম একটি সক্ষমতা। তথ্য সাক্ষরতা বলতে বোঝায় একজন মানুষের সেই সক্ষমতা বা সামর্থ্যকে যার দ্বারা তিনি-
১। কোন কাজে কী ধরনের ও কতটুকু তথ্য দরকার তা নির্ধারণ করতে পারেন;
২। কার্যকরভাবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন;
৩। তথ্য ও তথ্য উৎসের সঠিকতা ও নির্ভরযোগ্যতা মূল্যায়ন করতে পারেন এবং
৪। প্রয়োজনীয় তথ্যের অর্থনৈতিক, আইনগত ও সামাজিক দিক বুঝে তথ্য নৈতিকভাবে ও বৈধভাবে (আইনী বিবেচনায়) নির্দিষ্ট কাজে ব্যবহার করেন। একজন ব্যক্তি নানা উৎস থেকে তথ্য পেতে পারেন। লাইব্রেরি, সরকারি দপ্তর, অন্য কোন ব্যক্তি, ইন্টারনেট এরকম কিছু উৎস। প্রাপ্ত সকল তথ্য সঠিক নাও হতে পারে, আবার প্রাপ্ত তথ্য ব্যবহারের ক্ষেত্রে অর্থনৈতিক, আইনগত ও সামাজিক কিছু ইস্যু জড়িত থাকতে পারে। একজন তথ্য সাক্ষরতা সম্পন ণ ব্যক্তি এই সবকিছু বিবেচনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও ব্যবহার করতে পারেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions