আবহাওয়া বিদ্যা কাকে বলে
আবহাওয়াবিদ্যা (Meteorology) : বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলে সংঘটিত বিভিন্ন প্রপঞ্চ বিষয়ক বিজ্ঞানকে বলা হয় আবহাওয়াবিদ্যা। আবহাওয়া বিদ্যা মূলত পর্যবেক্ষণ নির্ভর বিজ্ঞান। আবহাওয়া বিজ্ঞানীরা বায়ুমণ্ডলের তাপমাত্রা, ঘনত্ব বায়ুপ্রবাহ, মেঘ ইত্যাদি করে পদার্থ বিজ্ঞানের নীতি ও তত্ব্বের প্রয়োগ ঘটনা।
পর্যবেক্ষণমূলক আবহাওয়াবিদ্যা (Synoptic meteorology) বায়ুমণ্ডলের বিভিন্ন প্রপঞ্জ বিষয়ে অধ্যয়ন করে এবং আহৃত জ্ঞান ও তথ্য আবহাওয়া পূর্বাভাস প্রদানের জন্য ব্যবহার করে। সাধারণত ১০ কিমি (৬ মাইল) ব্যবধানে বিদ্যমান একাধিক আবহাওয়া ষ্টেশন থেকে বায়ুমণ্ডলের নানাবিধ বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা হয়ে থাকে।
নিয়মানুসারে এভাবে প্রাপ্ত উপাত্তসমূহ বিশ্লেষণ করে কোনো একটি নির্দিষ্ট এলাকায় আবহাওয়া সম্পর্কে ধারণা লাভ করা যায়। এভাবে একই এলাকায় বিভিন্ন সময়ের আবহাওয়া সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়।
আবহাওয়াবিদ্যার আর একটি শাখা হলো আবাহাওয়া গতিবিদ্যা। বায়ুমণ্ডলে প্রাকৃতিক কারণে সৃষ্ট গতি এবং এর ফলে চাপ, ঘনত্ব, তাপমাত্রা ও আর্দ্রতার বিতরণ হলো এই বিজ্ঞানের বিষয়। তাপগতিবিদ্যা ও জলগতিবিদ্যা (Hydrodynamics) নীতিসমূহের প্রয়োগ ঘটিয়ে এই শাখা আবহাওয়ার পূর্বাভাস ও জলবায়ুবিদ্যার মূল কাঠামো গড়ে তুলেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions