আবহাওয়া রাডার কি
আবহাওয়া রাডার (Meteorological Radar) : আবহাওয়া রাডার হলো বৃষ্টিপাত, তুষারপাত, মেঘ এবং অন্যান্য বায়ুমণ্ডলীয় ঘটনা পর্যবেক্ষণের যন্ত্রপাতিতে সজ্জিত রাডার। এ ধরনের যন্ত্রপাতির ব্যবহার সবচেয়ে বেশি হয় ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গায় বৃষ্টি বা দূর্যোগপূর্ণ আবহাওয়ার স্বল্পমেয়াদি পূর্বাভাস দানের জন্যে এবং ঝড়বৃষ্টি সম্পর্কিত বিভিন্ন পরীক্ষা ও গবেষণার কাজে।
সাধারণত পর্যবেক্ষণের পরিমাণগত পরিমাপ ২০০ কিমি দূরত্ব-পরিসরের মধ্যে সীমিত থাকে। ৩ সেন্টিমিটারের চেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য এ (কম্পাঙ্ক ১০ গিগাহার্জের) কার্যরত রাডার আরো কম দূরত্বের লক্ষ্যবস্তুতে সীমিত থাকে, কেননা দূরবর্তী লক্ষ্যবস্তুতে পৌঁছা এবং সেখান থেকে ফিরে আসার পথে বৃষ্টি এবং বায়ুমণ্ডলীয় বাষ্প ও অক্সিজেন কর্তৃক শোষণ ইত্যাদি কারণে বেশ কিছু শক্তি অপচয়িত হয়। তরঙ্গদৈর্ঘ্য-এ ১০ সেমি বা তার চেয়ে বেশি হলে অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের অপচয়ের পরিমাণ নগণ্য।
মেঘ ও বৃষ্টিপাত পর্যবেক্ষণের জন্যে ব্যবহৃত রাডার থেকে স্বতন্ত্র এক ধরনের আবহাওয়া রাডার উচ্চ বায়ুমণ্ডলের বায়ু এবং তাপীয় গঠন প্রকৃতি কয়েক মিটার তরঙ্গদৈর্ঘ্য-এ (বিদ্যুৎ চৌম্বক স্পেকট্রামের VHF এবং UHF ব্যান্ডে) ক্রিয়াশীল এই রাডারগুলো অধিকাংশ সময়ে পরিস্কার আকাশ থেকে ইকো সংগ্রহ করতে সক্ষম।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions