বায়ুমন্ডল কাকে বলে
বায়ুমন্ডল (Atmosphere): ভূ-ত্বকের উপরিভাগের কয়েকমিটার থেকে শুরু হয়ে ঊর্ধ্বাকাশের প্রায় ৬,০০০ কি:মি: পর্যন্ত বিস্তৃত অংশকে বায়ুমন্ডল বলে। বায়ুমন্ডল আসলে ভূ-পৃষ্ঠকে চতুর্দিকে বেষ্টন করে আছে। এই মন্ডলের সাথে জীবের অস্তিত্বের সম্পর্ক নাই; তাই একে জীবনস্তর নামেও অভিহিত করা হয়। সূর্য থেকে আগত শক্তি এর প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে। বায়ুমন্ডল সমুদ্রতলে সবচেয়ে ঘন এবং উচ্চতা বৃদ্ধির সাথে এর ঘনত্ব হ্রাস পায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions