আগ্নেয় পর্বত কাকে বলে
ভূ-অভ্যন্তরস্থ ক্রিয়াকলাপের জন্য ম্যাগমা লাভা হিসাবে উদগিরিত হয়ে জমে, ঠান্ডা হয়ে যে শিলা স্তুপের সৃষ্টি করে তাই আগ্নেয় পর্বত। লাভার প্রকৃতির ওপর আগ্নেয় পর্বতের বিস্তৃতি ও আকৃতি নির্ভর করে। কোন কোন আগ্নেয় পর্বত খাড়া ঢাল বিশিষ্ট এবং স্বল্প স্থান জুড়ে থাকে। আবার স্বল্প ঢাল সম্পন্ন কিন্তু বিস্তৃত এলাকা জুড়েও এ পর্যন্ত হতে পারে।
আগ্নেয় পর্বতের উৎপত্তি
কোন কোন ক্ষেত্রে ভূ-আলোড়নের জন্য ভূ-ত্বকের দূর্বল অংশ ফেটে যায়।ঐ ফাটলের মধ্য দিয়ে ভূ-গর্ভস্থ উত্তপ্ত লাভা, নানা প্রকার গ্যাস ও বাষ্প, ছাই, ধাতু ইত্যাদি প্রবল বেগে বেরিয়ে আসে। এই উত্তপ্ত লাভা ফাটলের চারদিকে সঞ্চিত হয়। এইভাবে বার বার ঐ সব পদার্থ ফাটলের চারদিকে সঞ্চিত হতে হতে উঁচু পর্বতের সৃষ্টি করে।
উদাহরণ: জাপানের ফুজিয়ামা ও হাওয়াই দ্বীপের মওনালোয়া, মওনাকেয়া আগ্নেয়গিরি, ইতালির বিসুভিয়াস, আফ্রিকার কিলিমানজারো ইত্যাদি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions