গ্রাবরেখা কি
গ্রাবরেখা (Moraine) : হিমবাহ অগ্রসর হওয়ার সময়ে এর সঙ্গে প্রস্তখণ্ড, কাঁকর, বালি, কাদা ইত্যাদি প্রবাহিত হয়, এবং হিমবাহ গলতে শুরু করলে এইসব প্রস্তরখণ্ড, কাঁকর, বালি, কাদা ইত্যাদি ধীরে ধীরে সঞ্চিত হয়। এই সঞ্চয় গ্রাবরেখা নামে পরিচিত।
কোনো উপত্যকায় হিমবাহের পাশে সঞ্চিত শিলাবস্তু পার্শ্ব গ্রাবরেখা এবং সামনে সঞ্চিত লিশাস্তুপ প্রান্ত গ্রাবরেখা নামে পরিচিত। কখনো কখনো পরস্পরের দিকে আগুয়ান হিমবাহ কোনো বিন্দুতে মিলিত হলে, সেখানে শিলাস্তুপের সঞ্চয় ঘটে। এইরূপ গ্রাবরেখাকে মধ্য গ্রাবরেখা বলা হয়। উত্তর-পশ্চিম ইউরোপ, পোল্যান্ড, নরওয়ে, সুইডেনের দক্ষিণাংশে ও কানাডায় যথেষ্ট গ্রাবরেখা দেখা যায়। যখন হিমবাহ যথেষ্ট এগিয়ে যায়, তখন হিমবাহের নিচেও গ্রাবরেখা দেখা যায়। এইরূপ গ্রাবরেখা ভূমি গ্রাবরেখা নামে পরিচিত। এই ধরনের ভূমি গ্রাবরেখার উল্লেখযোগ্য উদাহরণ হলো উল্টানো চামচের ন্যায় সারিবদ্ধ স্তুপ বা ড্রামলিন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions