যোগান বিধি কি
যোগান বিধি: যোগানের সংজ্ঞায় আমরা দেখলাম যে কোন দ্রব্যের যোগান তার দামের উপর প্রধানত নির্ভরশীল। অর্থাৎ যোগান ও দামের মধ্যে একটি অপেক্ষিক সম্পর্ক বিদ্যমান। এই অপেক্ষিক সম্পর্ক প্রত্যক্ষ এবং একে বলে যোগান বিধি।
যোগান বিধিটি হল - অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম বাড়বে তার যোগান বাড়বে এবং দাম কমলে যোগান কমবে। অর্থাৎ দাম ও যোগানের মধ্যে সরাসরি বা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।
আমাদের উপরোক্ত উদাহরণ থেকে আমরা বলতে পারি যে, যখন আলুর দাম ১০ টাকা তখন একজন আলু বিক্রেতা ১৫ কেজি আলু বিক্রি করতে প্রস্ত্তত থাকে। এখন যদি আলুর দাম ১০ টাকা থেকে ১২ টাকা হয় তখন সে ১৫ কেজির বদলে ২০ কেজি আলু বিক্রি করতে প্রস্ত্তত থাকে। এখন আলুর দাম যদি ৯ টাকা হয় তবে বিক্রেতা হয়ত ১০ কেজি আলু বিক্রি করতে প্রস্ত্তত থাকবে। এতে আমরা দেখলাম যে, আলুর দাম যখন বাড়ে তখন আলু বিক্রেতা বেশী আলু বিক্রি করতে প্রস্ত্তত থাকে। আর আলুর দাম যখন কমে যায় তখন সে কম আলু বিক্রি করতে প্রস্ত্তত থাকে। আলুর দাম ও আলুর যোগানের এই সম্পর্ককে যোগান বিধি বলে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions