অর্থনীতি অপেক্ষক কাকে বলে
গাণিতিক বিশ্লেষণ চলক সম্পর্কে আলোচনা করে। একটি চলকের মান কিভাবে পরিবর্তিত হয় গাণিতিক বিশ্লেষণ শুধু তাই আলোচনা করে না বরং দুই বা ততোধিক চলক কিভাবে পরস্পরের মধ্যে সম্পর্কযুক্ত থাকে সে সম্পর্কেও আলোচনা করে। যদি দুটি চলক x এবং y এরূপভাবে সম্পর্কযুক্ত হয় যে x এর প্রতিটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায় তাহলে y-কে x-এর অপেক্ষক বলে। এটি সাংকেতিকভাবে লিখা হয় y = f (x) এবং পড়া হয় y x এর একটি অপেক্ষক বা y x-এর f-এর সমান। এখানে x কে স্বাধীন চলক এবং y কে অধীন চলক বলা হয়। y এর মান x এর নির্ভরশীল কিন্তু x এর মান y এর উপর নির্ভর করে না। অপেক্ষকগত রাশি y=f(x) একটি সাধারণ উক্তি। কিন্তু x পরিবর্তিত হলে y কিভাবে পরিবর্তিত হবে তা এ উক্তি থেকে নির্দিষ্টভাবে জানা যায় না। নির্দিষ্ট ধরনের কিছু অপেক্ষক আছে সেগুলো দুটি চলকের মধ্যে নির্দিষ্ট সম্পর্ক প্রকাশ করে।
উল্লেখ করা প্রয়োজন যে, অর্থনীতিতে অপেক্ষকগত সম্পর্ক নির্দেশ করার জন্য অনেক সময় বামদিকের চলকটির পুনরুক্তি করা হয় অর্থাৎ লিখা হয় y=y(x)। এরূপে চাহিদা দামের উপর নির্ভর করে লিখা যায় Q=Q(p) যেখানে Q=চাহিদা এবং p=দাম। আবার ভোগ আয়ের উপর নির্ভর করে লিখা যায় c=c(y)। যেখানে c=ভোগ এবং y=আয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions