অর্থনীতিতে চলক কাকে বলে
চলক
গাণিতিক প্রক্রিয়ায় যে রাশির মান পরিবর্তিত হতে পারে তাকে চলক বলে। যেহেতু চলক যে কোন মান গ্রহণ করতে পারে সেজন্য এটি কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা নির্দেশ না করে প্রতীক দ্বারা নির্দেশ করা হয়। যেমন ঢ, ণ, ত, চ, ছ ইত্যাদি। অর্থনীতিতে ব্যবহৃত চলকসমূহ হচ্ছে চাহিদা, যোগান, দাম, আয় ইত্যাদি। মনে করি ছ চলকটি বাংলাদেশে চা উৎপাদনের পরিমাণ নির্দেশ করে। কোন বিশেষ বছরে একটি নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে কিন্তু বিভিন্ন বছর এটির মান বিভিন্ন হবে।
ধ্রুবক
গাণিতিক প্রক্রিয়ায় যে রাশির মানের কোন পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে। যেহেতু ধ্রুবকের মান স্থির থাকে এটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় কিংবা নির্দিষ্ট প্রতীক দ্বারা নির্দেশ করা যায়। সাধারণত ধ, ন, প ইত্যাদি দ্বারা ধ্রুবক নির্দেশ করা হয়। যখন ধ্রুবক কোন চলকের সঙ্গে সংযুক্ত থাকে তখন তাকে চলকের সহগ বলা হয়। যেমন ধী, নু ইত্যাদি। উপরের আলোচনা থেকে এটি পরিষ্কার যে, চলক ও ধ্রুবক পরস্পর বিপরীত ধারণা। গাণিতিক প্রক্রিয়ায় চলকের মান পরিবর্তিত হয় কিন্তু ধ্রুবকের মান স্থির থাকে।
পরামিতি
যখন ধ্রুবক কোন চলকের সহগ হিসাবে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তখন নির্দিষ্ট ক্ষেত্রে এটির মান স্থির থাকতে পারে। কিন্তু অন্য অবস্থায় এটির মান ভিন্ন হতে পারে। এরূপ ধ্রুবককে পরামিতিক ধ্রুবক বা সংক্ষেপে পরামিতি বলে। যেমন ধছ রাশিতে ধ একটি পরামিতি। নির্দিষ্ট ক্ষেত্রে ধ = ৫ হতে পারে; কিন্তু অন্যক্ষেত্রে ধ যে কোন মান গ্রহণ করতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions