রেভিনিউ কি
বিক্রয়লব্ধ অর্থ বা আয় (Revenue): কোন উৎপাদক উৎপাদিত দ্রব্য বা সেবা বিক্রি করে যে অর্থ পায় তাকে বিক্রয়লব্ধ অর্থ বা আয় বা রেভিনিউ বলে। বিক্রয়লব্দ অর্থ তিন ধরনের। যেমন :-
মোট আয় - Total Revenue (TR)
গড় আয় - Average Revenue (AR)
প্রান্তিক আয় - Marginal Revenue (MR)
মোট আয় (TR): কোন উৎপাদক তার উৎপাদিত দ্রব্যের সবকয়টি একক বিক্রি করে যে পরিমাণ অর্থ লাভ করে তাকে মোট আয় বলে। বিক্রয়ের পরিমাণ (ছ) কে একক প্রতি দাম (চ) দিয়ে গুণ করলে মোট আয় পাওয়া যায়। অর্থাৎ TR=PXQ। মনে করি একজন উৎপাদক ১০০ একক দ্রব্য উৎপাদন করে একক প্রতি ৫ টাকা দামে বিক্রি করে। এমতবস্থায় উৎপাদকের মোট আয় হবে (100×5) টাকা বা ৫০০ টাকা।
গড় আয় (AR): কোন দ্রব্যের একক প্রতি যে গড়পড়তা আয় হয় তাকে গড় আয় বলে। মোট বিক্রয় লব্ধ অর্থকে বিক্রিত দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় আয় পাওয়া যায়।
প্রান্তিক আয় (MR): উৎপাদিত দ্রব্যের এক একক বিক্রয়ের পরিমাণ বাড়ালে বা কমালে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে। যদি ১০০ একক দ্রব্যের মোট আয় ৫০০ টাকা হয় এবং ১০১ একক দ্রব্যের মোট আয় ৫০৪ টাকা হয় তাহলে ১০১ তম এককের প্রান্তি ক আয় হবে (504-500) টাকা বা ৪ টাকা।
বি.দ্র: বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বিজ্ঞাপণ প্রদর্শণের মাধ্যমে প্রাপ্ত আয়কেও রেভিনিউ বলা হয়ে থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions