সমাজতান্ত্রিক অর্থনীতি কি
সমাজতান্ত্রিক অর্থনীতি: সমাজতান্ত্রিক অর্থনীতি বলতে এমন অর্থনীতি বুঝায় সেখানে সম্পদের সামাজিক মালিকানা বিদ্যমান এবং মৌলিক অর্থনৈতিক সমস্যাসমূহ কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্দেশে সমাধা হয়।
সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য
সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ নিচে আলোচনা করা হল।
১. অর্থনৈতিক সম্পদের সামাজিক নিয়ন্ত্রণ ও মালিকানা
সমাজতান্ত্রিক অর্থনীতিতে অর্থনৈতিক সম্পদের সামাজিক মালিকানা থাকে। ভুমি, আবাসন, কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি সাধারণতঃ রাষ্ট্রের মালিকানাধীন থাকে। আয় ও সম্পদ বন্টনে যাতে প্রকট বৈষম্য সৃষ্টি না হয় এজন্য এ অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা থাকে। তাছাড়া অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের জন্যও রাষ্ট্রের হাতে সম্পদের প্রত্যক্ষ মালিকানা থাকার প্রয়োজনীয়তা দেখা দেয়।
সম্পদের মালিকানা ব্যক্তিগত না হয়ে যৌথ হওয়ার অর্থ অবশ্য এ নয় যে, সম্পদের নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত হবে। কোন কোন ক্ষেত্রে সম্পদের নিয়ন্ত্রণ এবং সকল অর্থনৈতিক সিদ্ধান্ত শক্তিশালী কেন্দ্রীয় কমিটি দ্বারা গৃহীত হয়। কি উৎপাদিত হবে, কিভাবে উৎপাদিত হবে এবং কিভাবে উৎপাদিত দ্রব্য বন্টিত হবে তা কেন্দ্রীয় কমিটি স্থির করে। বিকল্পভাবে, সম্পদের মালিকানা রাষ্ট্রের হাতে ন্যস্ত থাকলে ও খামার, কলকারখানা এবং দোকানের দৈনন্দিন পরিচালনার দায়িতব শ্রমিক ও ভোক্তার সমবায়ের নিকট দেয়া হতে পারে। যে সমাজে সম্পত্তির সরকারী মালিকানা থাকে তার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সম্পত্তির মালিকানা থেকে কোন ব্যক্তিগত আয় উদ্ভূত হয় না। কিন্তু ধনতান্ত্রিক অর্থনীতিতে বিভিন্ন প্রকার সম্পত্তির মালিকানা থেকে সুদ, খাজনা এবং মুনাফা অর্জিত হয়।
২. নির্দেশিত পরিকল্পনা
সমাজতান্ত্রিক অর্থনীতিতে কি উৎপাদিত হবে এবং কি ভাবে উৎপাদিত হবে এই সিদ্ধান্ত মুনাফা উদ্দেশ্য এবং ব্যক্তি স্বার্থের অবাধ ক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয় না। কোন নির্বাচিত বা নিয়োগকৃত পরিকল্পনাবিদ গোষ্ঠীর এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়। বলা হয়ে থাকে যে, উৎপাদন ব্যবহারের জন্য মুনাফার জন্য নয়। প্রথমে চূড়ান্ত দ্রব্যের পরিমাণ নির্ধারিত হয়। এরপর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় উপকরণের পরিমাণ এবং বিভিন্ন ফার্মের মধ্যে প্রবাহ হিসাব করা হয়। বিনিয়োগ সিদ্ধান্ত অত্যন্ত বিশদভাবে তৈরি করা হয়। তবে ফার্মগুলো বিভিন্ন প্রকার শ্রমের সমন্বয় নির্বাচনে ব্যাপক স্বাধীনতা ভোগ করে।
গত এক দশকের বেশি সময় ধরে পৃথিবীর অধিকাংশ সমাজতান্ত্রিক অর্থনীতির পতন ঘটে এবং বাজার অর্থনীতির বিজয় ঘটে। বর্তমানে সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে বাজার অর্থনীতিতে উত্তরণের উৎকৃষ্ট পথের সন্ধান চলছে। অন্যদিকে সমাজতন্ত্রের ভবিষ্যত ভূমিকা কি হবে তা নিয়ে ও সমাজতান্ত্রিক অর্থনীতিবিদগণ গবেষণা করছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions