উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে
উৎপাদন সম্ভাব্য রেখা: দুষ্প্রাপ্যতা ও নির্বাচনের সমস্যা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করা যায়। একটি অর্থনীতি প্রাপ্তব্য ভূমি শ্রম, মূলধন ও কারিগরীজ্ঞান ব্যবহার করে কি পরিমাণ দ্রব্য ও সেবাকার্য উৎপাদন করতে পারে এই রেখার সাহায্যে তা দেখানো হয়। অর্থনীতি সীমিত সম্পদ ব্যবহার করে দ্রব্য ও সেবাকার্যের বিভিন্ন সমাহার উৎপাদন করতে পারে। অর্থনীতি বেশি চাল কম পাট, বেশি সেচযন্ত্র কম সাইকেল, বেশি ট্রাক কম ট্রেন ইত্যাদি উৎপাদন করতে পারে। আলোচনার সুবিধার্থে মনে করি অর্থনীতিতে দুটি দ্রব্য যথা, পাট ও আখ উৎপাদিত হয়। অর্থনীতি উৎপাদনের জন্য এ দুটি দ্রব্যের কোন একটি সমাহার নির্বাচন করে। উৎপাদন সম্ভাবনা রেখা অর্থনীতির সকল সম্পদ পূর্ণভাবে ব্যবহার করে পাট ও আখের সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদনের বিভিন্ন সমাহার দেখায়। অন্যভাবে বলা যায় নির্দ্দিষ্ট পরিমাণ পাট উৎপাদন করে সবের্বাচ্চ যে পরিমাণ আখ উৎপাদন করা যায় উৎপাদন সম্ভাবনা রেখা তা দেখায়। মনে করি, বিদ্যমান সকল সম্পদ ও প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ ৬ মিলিয়ন বেল পাট উৎপাদন করা যায়। আবার বিদ্যমান সকল সম্পদ আখ উৎপাদনে ব্যবহার করে সবের্বাচ্চ ৬০ মিলিয়ন টন আখ উৎপাদন করা যায়। এ দুটি হচ্ছে চূড়ান্ত সম্ভাবনা। এর মাঝামাঝি আরো অনেক সম্ভাবনা আছে। আমরা যদি পাটের উৎপাদন বাড়িয়ে দিই তাহলে আখের উৎপাদন কিছু পরিমাণে কমাতে হয়। যদি পাটের উৎপাদন আরো বাড়ানো হয় তাহলে আখের উৎপাদন আরো কিছু কমাতে হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions