অর্থের মূল্য কি?
অর্থের মূল্য হল অর্থের ক্রয় ক্ষমতা। নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তাই হল অর্থের মূল্য। অর্থের মূল্যের বহিঃপ্রকাশ ক্রয় ক্ষমতার মাধ্যমেই ঘটে। যখন দ্রব্য মূল্য বাড়ে তখন নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা কম পরিমাণ দ্রব্য পাওয়া যায় আবার যখন দ্রব্যমূল্য কমে সেই সময় ঐ নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা আমরা বেশী পরিমাণ দ্রব্য পাই। অর্থাৎ দ্রব্য মূল্য কমলে অর্থের মূল্য বাড়ে এবং দ্রব্য মূল্য বাড়লে অর্থের মূল্য কমে। তাহলে আমরা বলতে পারি – দ্রব্য মূল্য ও অর্থের মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। যেমন ধরুন, আপনি বাজারে গিয়ে দেখলেন যে, চালের মূল্য কেজি প্রতি ১০ টাকা থেকে ১২ টাকা হয়েছে আর আপনার কাছে যদি ১২০ টাকা থাকে তবে আপনি পূর্বে ১২ কেজি চাল কিনতে পারলেও এখন ১০ কেজি চাল কিনতে পারছেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে, আপনার ক্রয় ক্ষমতা ২ কেজি পরিমাণ কমে যাচ্ছে। আবার যদি বাজারে দেখা যায়, চালের মূল্য ১০ টাকা থেকে কমে ৮ টাকা হয়েছে তাহলে আপনার ক্রয় ক্ষমতা বাড়বে। অর্থাৎ আপনি বর্তমান অবস্থায় ১৫ কেজি চাল কিনতে পারছেন। তাই দ্রব্যমূল্য বৃদ্ধি (বা হ্রাসের) সাথে সাথে আমাদের ক্রয় ক্ষমতা কমে (বা বাড়ে)। বাজারে গিয়ে যদি দেখেন চা এর কেজি ২০০ টাকা থেকে ৪০০ টাকা হয়েছে। এক্ষেত্রে অর্থের মূল্য কমেছে না বেড়েছে এবং তা কি পরিমাণে? চিন্তা করুন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions