মধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন?
মাধ্যাকর্ষণ শক্তি (১৬৬৫) -স্যার আইজ্যাক নিউটন (১৬৪২-১৭২৭)
মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন -স্যার আইজ্যাক নিউটন। গ্যালিলিও যে বছর মারা গেলেন সে বছরই জন্ম হল এক বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর। তিনি হলেন স্যার আইজাক নিউটন। চেহারা রুগ্ন প্রকৃতির হলেও নিউটনের প্রতিভা ছিল অসাধারণ। ছোটবেলা তিনি একটি কারুকার্যময় ঘড়ি আর একটা গম পেষাই কল বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। অঙ্কে তাঁর অগাধ জ্ঞান ছিল। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আছে। সেটি তিনিই প্রথম প্রমাণ করে দেখান। এ সম্পর্কে একটি গল্প আছে। | নিউটন একদিন বসে আছেন তাঁদের উলথর্প এর বাড়ীর বাগানে। হঠাৎ বাগানের আপেল গাছ থেকে একটি আপেল ঝুপ করে খসে পড়ল মাটিতে। ২৩ বছরের যুবক নিউটনের মনে হল আপেলটা উপরের দিকে না গিয়ে মাটিতেই পড়ল কেন? এমনকি ঐ আপেলটাকে যদি উপরের দিকে অনেক ছুঁড়ে দেওয়া হয় তবুও সেটা মাটিতেই এসে পড়ে। এটা কেন হয়? এই কেনর উত্তর খুঁজতে গিয়েই তিনি মাধ্যাকর্ষণ বল আবিষ্কার করলেন।
পৃথিবীর একটি নিজস্ব আকর্ষণ বল আছে। যাকে সহজে পেরিয়ে যাওয়া যায় না। এই আকর্ষণের কারণেই চাঁদ পৃথিবীর চারদিকে ঘােরে। এই আকর্ষণ। বলেরই তিনি নাম দেন মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ। তিনি আরো বলেছিলেন। শুধু পৃথিবীই নয় বিশ্বের প্রতিটি বস্তু, ধূলিকণা, গ্রহ-উপগ্রহ, নক্ষত্র প্রত্যেকেই প্রত্যেককে আকর্ষণ করছে। এই আকর্ষণের জনাই নক্ষত্রের চারিদিকে ঘুরতে গ্রহরা, গ্ৰহর চারদিকে ঘুরছে উপগ্রহরা, কখনই ছিটকে বেরিয়ে যেতে পারছে ।
১৬৬৯ সালে নিউটন মাত্র ২৭ বছর বয়সে ক্যালকুলাস তত্ত্ব আবিষ্কার করলেন। নিউটন ১৬৮৭ সালে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা নামক একটি বিজ্ঞানের বই লিখেছিলেন। এই প্রিন্সিপিয়া গ্রন্থের মাধ্যমেই তার নাম ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions