ক্ষমতা কাকে বলে
ক্ষমতা কী (What is power)
সাধারণ অর্থে ক্ষমতা হচ্ছে একটি শক্তি (Force)। এর মাধ্যমে অন্যের ইচ্ছা, সিদ্ধান্ত ও মতামতকে প্রভাবিত করে নিজের মতামত, সিদ্ধান্ত বা ইচ্ছাকে অপরের উপর চাপিয়ে দেয়া যায়। এ প্রসঙ্গে কোহেন (Cohen) বলেছেন, “অপরের আচরণকে প্রভাবিত করার সামর্থ্য অথবা অপরের কার্যক্রমকে প্রভাবিত করার প্রভাব অর্জনই ক্ষমতা (Power)।”
কার্ল মার্কস (Karl Marx) ক্ষমতাকে শ্রেণিস্বার্থের ফল হিসেবে বিবেচনা করেছেন। ম্যাক্স ওয়েবারের (Max Weber) মতে, ক্ষমতা হচ্ছে প্রভাব, কর্তৃত্ব ও আইনের সম্মিলিত শক্তি। ওয়েবার প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে অর্থের ক্ষমতাকে (Money power) সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। সামাজিক স্তরবিন্যাসের তৃতীয় মাত্রা হিসেবে ওয়েবার রাজনৈতিক দলের (Party) উল্লেখ করেছেন। রাজনৈতিক দল ক্ষমতার (Power) সাথে যুক্ত।
মার্কিন সমাজতাত্ত্বিক রবাট ডাল (Robert Dahl) সামাজিক স্তরবিন্যাস ও শ্রেণিবিন্যাসে ক্ষমতাকে (Power) সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। মিলস্ (C. Wright Mills) তাঁর 'The Power Elite' গ্রন্থে ক্ষমতাকে সামাজিক সম্পর্কের প্রধান প্রত্যয় হিসেবে উল্লেখ করেছেন। এ ক্ষমতা অর্থনৈতিক অবস্থান থেকেই উৎপন্ন হয়।
পোলান্টজা (Poulantza)-এর মতে, ক্ষমতার ধারণা সামাজিক সম্পর্কের সেই যথাযথ ধরনের সাথে সংশ্লিষ্ট, যা শ্রেণিসংগ্রাম দ্বারা বিশিষ্টতা অর্জন করে। বস্তুত অর্থনৈতিক কর্মকাণ্ড, শ্রেণি বিভাজন ছাড়াও প্রশাসন, বিচার প্রক্রিয়া, উৎপাদন যন্ত্র ইত্যাদির উপর প্রভাব বিস্তার করার সামর্থ্যই ক্ষমতার মূল কথা। সমাজের সর্বস্তরে, সর্বক্ষেত্রে ক্ষমতা বিরাজমান। রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, পরিবার, বিদ্যালয়, খেলার মাঠ, ক্লাব, সংঘ, সর্বত্রই প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তির উপস্থিতি লক্ষ্যণীয়, যিনি অন্যদের প্রভাবিত বা নিয়ন্ত্রণ করেন।
ক্ষমতা হচ্ছে সমাজের মৌলসত্তা (A fundamental entity of society)। ক্ষমতার মূলে শিক্ষা, দক্ষতা, অর্থ-বিত্ত, ভূমি, প্রশাসনের উপর নিয়ন্ত্রণ, জনপ্রতিনিধিত্ব, শহরের সাথে যোগাযোগ, জ্ঞাতিগোষ্ঠী, বংশমর্যাদা, আভিজাত্য, সামাজিক মর্যাদা, দৈহিক শক্তি ইত্যাদি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক স্তরবিন্যাস, শ্রেণিবিন্যাস, সামাজিক মর্যাদা ইত্যাদি ক্ষেত্রে ক্ষমতার প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions