কর্তৃত্ব কি
কর্তৃত্ব (Authority)
‘কর্তত্ব' শব্দটি ‘ক্ষমতার' (Power) সাথে বিশেষভাবে সম্পৃক্ত। ক্ষমতা থেকেই কর্তৃত্বের উদ্ভব হয়। কোনো নেতা বা নেতৃত্ব (Leadership) যখন তার ক্ষমতা বলে অন্যের উপর প্রভাব বিস্তার করে তখন তাকে কর্তৃত্ব বলে। কর্তৃত্বের সাথে ক্ষমতার পাশাপাশি ‘নেতৃত্ব' এবং প্রভাব' প্রত্যয় দুটিও বিশেষভাবে যুক্ত। সুতরাং কর্তৃত্ব হল ক্ষমতা, প্রভাব ও নেতৃত্বের সমন্বিত বহিঃপ্রকাশ।
কর্তৃত্বের সংজ্ঞায় G. D. Mitchell তার 'A Dictionary of Sociology' (P. 14) গ্রন্থে বলেছেন, "Authority is that form of power which orders or articulates the actions or other actors through commands which are effective because those who are commanded regard the commands as legitimate." অর্থাৎ কর্তৃত্ব হচ্ছে ক্ষমতার একটি বিশেষ রূপ, যা আদেশ এবং শৃঙ্খলার মাধ্যমে বাস্তবায়িত হয়। আইনগত বৈধতার জন্য জনগণ এটি মেনে নিতে বাধ্য হয়। আইনগত বৈধতা ছাড়া কর্তৃত্বের গ্রহণযোগ্যতা নেই।
কর্তৃত্ব যখন রাজনৈতিক পরিমণ্ডলে পরিচালিত হয় তখন তাকে রাজনৈতিক কর্তৃত্ব বলে। অর্থাৎ কোনো রাজনৈতিক ব্যক্তি বা দল যখন জনগণের উপর প্রভাব খাটানোর আইনগত স্বীকৃতি ও অধিকার পায় তখন তাকে রাজনৈতিক কর্তৃত্ব বলে। মোঃ মকসুদুর রহমান (সম্পা:) এর রাজনৈতিক সমাজবিজ্ঞানে (১৯৯১:১৭৯) বলা হয়েছে, “আইনগত ভিত্তিতে রাজনৈতিক ক্ষমতা পেলে তাকে রাজনৈতিক পরিবৃত্তে কর্তৃত্ব বলে।”
রাজনৈতিক কর্তৃত্বের ক্ষেত্রে বৈধতা, সম্মতি এবং স্বীকৃতি আরও বেশি গুরুত্বপূর্ণ। এখানে অভ্যন্তরীণ স্বীকৃতি ও বৈধতার পাশাপাশি আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈধতা অপরিহার্য। অন্যথায় কর্তৃত্ব অর্থহীন ও ক্ষমতাহীন হয়ে পড়ে।
কর্তৃত্বের অবিচ্ছেদ্য উপাদান ক্ষমতা (Power)। সমাজের সর্বস্তরে ক্ষমতার অস্তিত্ব অনুভব করা যায়। এতে বল প্রয়োগ (Force) এবং সামাজিক শৃঙ্খলার (Social order) বহিঃপ্রকাশ ঘটে। ক্ষমতাসম্পন্ন এবং প্রতিষ্ঠিত আচার ব্যবস্থাকে কর্তৃত্ব বলে। সুস্থ, সুশৃঙ্খল সমাজজীবন বজায় রাখার জন্য কর্তৃত্ব অপরিহার্য। রাজনৈতিক ক্ষেত্রে সরকারকে কর্তৃত্ব বলা হয়। আবার সামাজিক সংঘ, সমিতির কর্মকর্তাদেরকে সামাজিক কর্তৃত্বের পর্যায়ভুক্ত করা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions