আবহাওয়া বেলুন কি
আবহাওয়া বেলুন (Meteorological Balloon): আবহাওয়া বেলুন হলো উচ্চতর বায়ুমণ্ডল তাপমাত্র, চাপ ও আর্দ্রতা পরিমাপকারী যন্ত্র রেডিওসন্ড (Radiosonde) এবং অন্যান্য হাল্কা যন্ত্রপাতি বহন করার জন্যে ব্যবহৃত বেলুন। সাউন্ডিং বেলুন নামেও এটি পরিচিত। প্রাকৃতিক অথবা সিনথেটিক রবারে তৈরি সম্প্রসারণসাধ্য এই বেলুন হাইড্রোজেন অথবা হিলিয়াম গ্যাসে ভরা থাকে। বিশ্ব আবহাওয়া সংস্থা এবং স্থানীয় আবহাওয়া অফিসসমূহের ঊর্ধাকাশ কর্মসূচি অনুযায়ী গোটা পৃথিবীতে দৈনিক এই ধরনের শত শত বেলুন ছাড়া হয়। বেলুনগুলো ১৮ কিলোগ্রাম পর্যন্ত ওজনের যন্ত্রপাতি বহন করতে পারে। অপেক্ষাকৃত কম ভারবাহী এবং বেশি উঁচুতে উঠতে সক্ষম বেলুনগুলো ঊর্ধ্বাকাশে সম্প্রসারিত হয়ে ফেটে যাওয়ার আগে ৪০ কিলোমিটারেরও বেশি উঁচুতে উঠে থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions