ভঙ্গিল পর্বত কাকে বলে
ভঙ্গিল পর্বত (Folded Mountains):
পাললিক শিলাস্তর আনুভূমিক আলোড়ন বা মহাদেশীয় পর্বতের সংকোচনের ফলে কুঞ্চিত হয়ে ঢেউয়ের আকারে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। চার ধরনের পর্বতের মধ্যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি সবচেয়ে জটিল এবং বেশী জায়গা জুড়ে আছে।
ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:
১। অভিসারী প্লেট সীমানায় সংকোচনজনিত চাপে এ ধরনের পর্বত গঠিত হয়।
২। এর শিলা কাঠামো ভাঁজ ও চ্যুতিযুক্ত।
৩। সাধারণত ভঙ্গিল পর্বত পাললিক শিলা দ্বারা গঠিত। তবে উৎপত্তির বিভিন্ন পর্যায়ে আগ্নেয় ও রূপান্তরিত শিলাও এই পর্বতে দেখা যায়।
৪। প্রধানত তিন ধরনের পরিবেশে ভঙ্গিল পর্বত গঠিত হয়। যথা:
ক) দুটি মহাদেশীয় প্লেটের সংঘাতপূর্ণ এলাকায়।
খ) মহাদেশ ও সমুদ্র তলদেশীয় সীমানা বরাবর যেখানে সামুদ্রিক শিলাস্তর মহাদেশীয় প্লেটের অভ্যন্তরে প্রবেশ করে।
গ) বিচ্ছিন্ন শিলামন্ডল মহাদেশীয় প্লেট সীমানা বরাবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions