মরফিন কি
মরফিন (Morphine): আফিম বা পপি (Papaver Somniferum) নামক বরুৎজাতীয় গাছ হতে প্রাপ্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যালকলয়েড হলো মরফিন। এই রাসায়নিক দ্রব্যের উৎস হচ্ছে পপির অপক্ব ফলের ল্যাটেক্স বা রস। এর রাসায়নিক ফর্মুলা C17 H19 NO3.
উন্নত জাতের আফিম গাছে ১০-১৫% বা কখনো ২৫% পর্যন্ত মরফিন পাওয়া যায় এবং সেই সাথে অল্প পরিমাণে কোডেইন, থিবেইন, প্যাপাভেরিন, নারকোটিন ও অন্যান্য ক্ষারক দ্রব্যও থাকে।
চিকিৎসায় মরফিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হয় প্রচন্ড রকম ব্যথায় বেদনানাশক ওষুধ হিসাবে। এর ব্যবহারে নিদ্রাভাব ঘটে এবং আনন্দদায়ক অনুভূতিও বোধ হয়। মরফিন চমৎকার একটি বেদনা উপশমকারী পদার্থ এবং মেডিসিন ও সার্জারিতে িএর বিশেষ সুনির্দিষ্ট মাত্রায় অপরিহার্য ব্যবহার রয়েছে। তবে বেশি মাত্রায় বা ঘন ঘন ব্যবহারে তা নেশাগ্রস্ত ও মাদকাসক্ত করে বলে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions